*পয়ালগাছা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাঃ
পয়ালগাছা ইউনিয়নের উত্তরে- আদ্রা ইউনিয়ন , দক্ষিণে-লক্ষীপুর ইউনিয়ন ,
পূবে-ভাউকসার ইউনিয়ন, পশ্চিমে- আশ্রাফপুর ইউনিয়ন। বরুড়া উপজেলার
সরব দক্ষিণে পয়ালগাছা ইউনিয়ন অবস্থিত।
বরুড়া উপজেলা হতে প্রায় ১৫কিমি দক্ষিণে পয়ালগাছা ইউনিয়ন অবস্থিত। বরুড়া উপজেলা হতে সিএনজি / অটো/অন্যান্য বাহন যোগে বরুড়া পৌরসভা, শাকপুর ইউনিয়ন, ঝলম ইউনিয়ন ,আড্ডা ইউনিয়ন ও আদ্রা ইউনিয়নের মধ্যদিয়ে পাকা সড়ক ধরে পয়ালগাছাইউনিয়নে যাওয়া যায়। কুমিল্লা শহর হতে কুমিল্লা টু চাঁদপুর মহসড়কে ৩৫ কিমি পারে হয়ে খাজুরিয়া নামক স্থান হতে পাকা সড়ক ধরে উত্তর দিকে ৫ কিমি আসলেই পয়ালগাছা ইউনিয়নে প্রবেশ করা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS